চারদিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু

শেয়ার বিজ ডেস্ক: ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, ২০২৫’। গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ সম্মেলনটি দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতে আয়োজিত হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষের (বেজা) যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে ৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন। এ সম্মেলনের লক্ষ্য, রাজনৈতিক পটপরিবর্তন এবং শিল্প খাতের অস্থিরতা কাটিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা।

সম্মেলনের পাঁচটি অগ্রাধিকার খাতÑনবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াকরণে বিনিয়োগের সুযোগ তুলে ধরবে। এই খাতগুলোকে উচ্চ প্রবৃদ্ধি সম্ভাবনা ও বিশাল বিনিয়োগ সুযোগের জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।