ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ১২ গরু-ছাগল

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে দিনমজুর ইসলামুল হকের পাঁচ গরু ও সাতটি ছাগলের মৃত্যুর ঘটনা ঘটছে। গত শনিবার রাত আনুমানিক ১টা দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান শিহিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, শিহিপুর গ্রামের বাসিন্দা মো. ইসলামুলের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রায় সবমিলিয়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা, রাতে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম, আমিরুল ইসলাম জানান ক্ষতিগ্রস্ত ইসলামুল একজন দিনমজুর, নিজের জমিজমা নেই। গরু ও ছাগল পালন এবং অন্যদের জমিতে কাজ করে সংসার চালায়। এই গরু ছাগলগুলো হারিয়ে এখন যেন পাগল প্রায়। তাই সবাই মিলে তাকে সহযোগিতা করা প্রয়োজন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।