নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১৫০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি ব্যাসেল-৩ এর শর্তানুযায়ী টিয়ার-টু মূলধন বৃদ্ধি করতে বন্ড ইস্যু করবে।
পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।