শেয়ার বিজ ডেস্ক : জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঠাকুরগাঁও এবং জয়পুরহাট আদালত চত্বরে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত চত্বরে এই কর্মবিরতি পালন করেন তারা।
জানা গেছে, জয়পুরহাট আদালত চত্বরে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বী ও সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়াসহ সংগঠনের নেতারা। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে ‘বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন’ জেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালনকালে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. আলীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নারগিস আক্তার, সদস্য মো. আবু বক্কর সিদ্দিক, মো. শাহ্ আলম প্রমুখ।
বান্দরবানে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, জেলা শাখা আয়োজিত কর্মবিরতিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রধান উপদেষ্টা সামির হোসাইনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্য, কার্যকরী কমিটির নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।