প্রতিনিধি, সাভার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে লুটের ঘটনা ঘটেছে। মাত্র চার মিনিটের ওই ঘটনায় ১৫ লাখ টাকার মালামালসহ নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে আবুল খায়ের টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মুহাম্মদ নাসিমের গোডাউনে গত রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিট পর্যন্ত এই লুটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপসহ ৯-১০ জনের একদল দুর্বৃত্ত গোডাউনের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিক-আপে লোড করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে ২টা ১৪ মিনিটের দিকে তারা পিক-আপসহ পালিয়ে যায়।
ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপ ভ্যান এসে থামে ওই গোডাউন থাকা মার্কেটের সামনে। এরপর গাড়ি থেকে প্রথমে লাল শার্ট ও লুঙ্গি পরিহিত একজন এবং পরে আরেকজন নামেন।
২টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডের দিকে দেখা যায়, অন্তত ছয়-সাতজন দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে দোকানের শাটারের তালা ভাঙছে। শাটার ভাঙার পর একের পর এক কার্টন বের করতে থাকে তারা।
ওই ব্যবসায়ী বলেন, আমাকে আমার এক বন্ধু ফোন করে বলে, তোমার গোডাউনে মাল চুরি হয়েছে। গোডাউনে এসে দেখলাম, ৩০টি মাল গেছে, যার মূল্য ১৫ লাখ টাকার বেশি। আর ক্যাশে ছিল ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। থানা থেকে পরিদর্শন করে গেছে। তারা থানায় যেতে বলেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ওখানে চুরি হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।