দ্বন্দ্ব নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

পাকিস্তানমুখী চেনাব নদীর প্রবাহ বন্ধ করল ভারত

শেয়ার বিজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের দিকে যাওয়া চেনাব নদীর প্রবাহ সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। চেনাব নদীর বাগলিহার বাঁধে প্রবাহ বন্ধ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এর পাশাপাশি কৃষাণগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার।

বাগলিহার বাঁধ সিন্ধু পানি চুক্তি মেনে তৈরি করা হয়েছে, আর চুক্তি অনুযায়ী এটি সাময়িক সময়ের জন্য সীমিত পরিমাণ পানি ধরে রাখতে পারবে, এরপর এটি ছেড়ে দিতে হবে। কিন্তু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে তুমুল উত্তেজনার সময়টিতে এ পদক্ষেপ ইসলামাবাদের জন্য একটি পরিষ্কার সতর্কবার্তা বলে লিখেছে এনডিটিভি।
বাগলিহার বাঁধ নদীর প্রবাহ অক্ষুণ্ন রেখে তৈরি করা জলবিদ্যুৎ প্রকল্প হওয়ায় এখানে জলাধার তেমন বড় নয়। কাশ্মীরের রামবান জেলার এই প্রকল্পটিতে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এই প্রকল্পের প্রথম অংশ ২০০৮ সালে এবং দ্বিতীয় অংশ ২০১৫ সালে সম্পন্ন হয়।

দ্বন্দ্ব নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন। গত রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় তিনি কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ল্যাভরভ ও ইসহাক দারের মধ্যে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া উত্তেজনার দিকে বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর উদ্ভূত পরিস্থিতির রাজনৈতিক নিষ্পত্তির জন্য রাশিয়া প্রস্তুতÑঅবশ্য যদি ইসলামাবাদ ও নয়াদিল্লি উভয়পক্ষই এ বিষয়ে পারস্পরিক ইচ্ছা প্রকাশ করে।’

উত্তেজনার মধ্যে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান: জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গত সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান সোমবার সফলভাবে ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণটি চলমান সামরিক মহড়া ‘এক্স ইন্ডাস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ: ভারতশাসিত কাশ্মীরে হামলার পর উদ্ভূত নতুন উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, গতকাল সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেটি পূর্ণমাত্রায় অনুধাবন করি এবং আশা করি পরিস্থিতি দ্রুত শান্ত হবে।’ শরিফের আগামী শুক্রবার মালয়েশিয়া পৌঁছানোর কথা ছিল।

ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি: খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার জেলার বিগ বেন পোস্টে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের বেড়ার পাশে টহল দিচ্ছে পাকিস্তানি সেনারা। ছবিটি ২০২১ সালের ৩ আগস্ট তোলা।
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ১১ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।