সুরমা প্লান্টে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে লাফার্জহোলসিম

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত তাদের সুরমা প্ল্যান্টে জ্বালানি দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সুরমা প্লান্টে একটি বিশেষায়িত মিল স্থাপন করতে কোম্পানিটি ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল বুধবার (৭ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মিল স্থপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, প্রস্তাবিত মিলটি স্থাপিত হলে ছাতক প্ল্যান্টের জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্যতা বর্তমানের চেয়ে অনেক বাড়বে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।