নরসিংদীর পলাশে ১১ টন পলিথিনসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর সেতুর টোল প্লাজার পাশ থেকে গত বুধবার সন্ধ্যায় ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মাইনুল ইসলাম ও হেলপার হাসান প্রামাণিককে আটক করেছে পুলিশ। আটক মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘির সামাদ মিয়ার ছেলে এবং হাসান প্রামাণিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ চরসিন্দুরের সেতুর টোল প্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুজনকে আটক করা হয়। পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, আটকরা অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।