পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তিসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে দেড়কোটি টাকা দামের একটি কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৩ সদস্যরা।

গত বৃহস্পতিবার বিকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার গাধোয়া পুকুরসংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করা হয়।