জাবিতে বার্ষিক গবেষণা প্রকল্পবিষয়ক সেমিনার

প্রতিনিধি, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এবং আইআরএস অ্যান্ড জিআইএস বিভাগের বার্ষিক গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপনবিষয়ক সেমিনার হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় অনুষদের নিজস্ব ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

উদ্বোধনী পর্বের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে সবার কাজ একত্রে উপস্থাপন করার এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে একদিকে যেমন পারস্পরিক গবেষণা অভিজ্ঞতার বিনিময় ঘটবে, অন্যদিকে গুণগত মানোন্নয়নও সম্ভব হবে।