শেয়ার বিজ ডেস্ক : সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদর থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।