পুঁজিবাজারে অব্যাহত দরপতন

নুরুন্নাহার চৌধুরী কলি : দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। বিপরীতে দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে লেনদেন বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।

ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ০৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে এক হাজার ৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে এক হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করছে। তবে লেনদেনে ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। সেইসঙ্গে সিএসইতে লেনদেন বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৬টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২১৫টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৮১টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২১৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৮ কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১২৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৪১ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৩৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৪টি ফান্ড ও কোম্পানির দর।

‘জেড’ ক্যাটেগরির ৯৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ২২টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৪৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২৬টি ফান্ড ও কোম্পানির দর।

একসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশিরভাগ ফান্ডের ইউনিটের দর অপরিবর্তিত ছিল। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র ১০টি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে ১০টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৬টি ফান্ডের ইউনিট দর।

ডিএসইতে গতকাল মোট ১২ কোটি ১৩ লাখ ৭ হাজার ৫১টি শেয়ার ও ইউনিট ৯৭ হাজার ৬৪০ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৩৫ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ২ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ১৮৪টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৫টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে। এর বিপরীতে ৯৫টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর কমেছে। দিনশেষে ৩৪টি কোম্পানি ও ফান্ডের দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল মোট ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবসে ছিল ৪ কোটি ১৯ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, গতকালের পুঁজিবাজারে মূল্যসূচকের পতন এবং বেশিরভাগ শেয়ারের দর কমে যাওয়া বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। আগামী কার্যদিবসে বাজারের গতিবিধি কী হয়, তা জানতে অপেক্ষাও করতে বলছেন তারা।