রংপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

শেয়ার বিজ ডেস্ক : ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলের ওপর সীমাহীন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা-নিষেধ না থাকায় এ বছর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে রংপুরে জিয়া পরিষদ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রোকোনুজ্জামান, জেলা জিয়া পরিষদের আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আফসারুল ইসলাম।

এ সময় পীরগাছা উপজেলা জিয়া পরিষদের আহবায়ক মো. শেখ ফরিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

একে