ইপিএসে সেরা ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে বেশিরভাগ ব্যাংকের অবস্থাই নাজুক। এর মধ্যে পাঁচটি ব্যাংক রয়েছে যাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) অন্যদের তুলনায় ভালো। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৫) ইপিএস বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিএসে সেরা ৫ ব্যাংকের তালিকায় রয়েছে-ব্রাক ব্যাংক, যমুনা ব্যাংক, পুবালী ব্যাংক,উত্তরা ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসি।

ব্রাক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ইপিএসে শীর্ষে রয়েছে ব্রাক ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা বা ৪৭ শতাংশ।

যমুনা ব্যাংক

ইপিএসে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে যমনা ব্যাংক পিএলসি। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ০৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ১০ শতাংশ।

পূবালী ব্যাংক

ইপিএসে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ০.০৬ পয়সা বা ৪ শতাংশ।

উত্তরা ব্যাংক

উত্তরা ব্যাংকের চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৮ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৮ পয়সা বা ১১৫ শতাংশ।

ব্যাংক এশিয়া

ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৭ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৫ পয়সা বা ১১২ শতাংশ।