আরাফাত চৌধুুরী, প্রতিনিধি, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫ ’।‘হয়ার স্টোরিজ টেক ফ্লাইট’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনের যৌথভাবে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবে ৬৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তী সময়ে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাডেমিক ভবনের ভিসি রুমে প্রদর্শিত হবে নির্বাচিত সিনেমা।
তিন দিনব্যাপী এই উৎসব জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি ভেন্যুতেও রয়েছে বিশেষ প্রদর্শনী অর্থাৎ মোট তিনটি ভেন্যুতে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকবে ২টি ক্যাটাগরি এবং পুরস্কার দেওয়া হবে ৩টি। একই সঙ্গে থাকবে অপ্রতিযোগিতা বিভাগের ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শন। পাশাপাশি থাকবে ২টি চলচ্চিত্রবিষয়ক মাস্টারক্লাস।
আয়োজকরা জানান, উৎসব ঘিরে সারা দেশের থেকে উদীয়মান নির্মাতা ও তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ৭০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিয়েছে। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগের ১৫ মিনিটের দৈর্ঘ্য বিভাগে ৩৯টি এবং ৫ মিনিটের দৈর্ঘ্য বিভাগে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। দুটি প্রতিযোগিতা ক্যাটাগরিতে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (দুই) এবং একটি ক্যাটাগরিতে সেরা পরিচালককে পুরস্কৃত করা হবে। পাশাপাশি উৎসবে অপ্রতিযোগিতা বিভাগে ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এই চলচ্চিত্র প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন চলচ্চিত্র–বিশ্লেষক বিধান রিবেরু, পরিচালক ও লেখক সৈয়দ আহমেদ শাওকী এবং চলচ্চিত্র–বিশ্লেষক ও সাংবাদিক সাদিয়া খালেদ।
উৎসবের দ্বিতীয় দিন (২৪ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সমূহের প্রদর্শনী। এরপর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ অ্যাডেমিক ভবনের ভিসি রুমে (সিএসসি বিভাগ) চলবে চলচ্চিত্রবিষয়ক মাস্টারক্লাস। মাস্টারক্লাসটি পরিচালনা করবেন তরুণ নারী নির্মাতা রাকা নোশিন।
২৫ জুন অর্থাৎ আয়োজনের তৃতীয় দিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলবে ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’–এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে থাকছে পুরস্কার বিতরণী এবং বিজয়ী চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। এ ছাড়া সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভেন্যুতে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর বিশেষ প্রদর্শনী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব সুষ্ঠ ও সুচারুভাবে আয়োজনের লক্ষে একটি উৎসব পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত। এ ছাড়া উৎসব পরিচালক হিসেবে আছেন কোষাধ্যক্ষ রাগীব শাহরিয়ার সৈকত এবং প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক।
উৎসব কমিটির সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ প্রথমবারের মতো এত বড় পরিসরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। ইতিমধ্যে প্রায় ৭০টি চলচ্চিত্র জমা পড়েছে, সেগুলো থেকে বাছাই করে তালিকা প্রকাশ করেছি। উৎসবের যাবতীয় প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, জবি চলচ্চিত্র সংসদের এই আয়োজন চলচ্চিত্রপ্রেমীদের নতুন এক অভিজ্ঞতা দেবে।”