১০০ ডলার পাঠালেই মিলছে ৩০৭ টাকা অতিরিক্ত

নিজস্ব প্রতিবেদক : বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে দেশের বাইরে থেকে প্রবাসীদের পাঠানো টাকার উপর বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। জানা গেছে, প্রতি ১০০ ডলারের বিপরীতে অতিরিক্ত ৩০৭ টাকা বেশি মিলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে প্রবাসীরা বৈধ পথে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। একে আরও বেশি গতিশীল করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ১০০ ডলার পাঠালে সরকারের পক্ষ থেকে মিলছে অতিরিক্ত ২ দশমিক ৫ ডলার, অর্থাৎ প্রায় ৩০৭ টাকা। এতে পরিবার ও আত্মীইয়ের হাতে পৌঁছাচ্ছে ১০০ ডলারে মোট ১২ হাজার ৬০০ টাকার বেশি।

এদিকে দেশে চলতি জুনের প্রথম ৩ সপ্তাহে ১৯৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ ৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের জুনের প্রথম ৩ সপ্তাহে এসেছিল ১৯১ কোটি ডলারের প্রবাসী আয়। সে হিসাবে চলতি মাসের প্রথম ২১ দিনে গত বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় বেড়েছে ৪ শতাংশ।

প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোয় ডলারের যে সংকট চলছিল, তা অনেকটা কেটে গেছে বলে ব্যাংক কর্মকর্তারা জানান। তাঁরা বলেন, ডলারের দাম নিয়ে অস্থিরতাও কমেছে। ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ দর ১২৩ টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ জুন পর্যন্ত ২ হাজার ৯৫০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৩২৯ কোটি ডলার।