৪৫ কোটি ৩৩ লাখ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩ টি সাধারণ শেয়ার ইস্যু করবে। একারণে ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য ১৫ টাকা (১০ টাকা ফেসভ্যালুর সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ) নির্ধারণ করা হয়েছে। রূপালী ব্যাংক বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রাণলয়ের পক্ষে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার সরকারি ইক্যুয়িটির বিপরীতে শেয়ার ইস্যু করবে।

ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করতে আগামী ২৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় রূপালী ব্যাংক অডিটেরিয়ামে ইজিএম অনুষ্ঠান করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছৈ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করতে পারবে রূপালী ব্যাংক।