ব্যাংক হলিডে ১ জুলাই: লেনদেন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারে

শেয়ার বিজ ডেস্ক : ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এই দিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার জন্য প্রতিবছর ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। এদিন নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ের আন্তঃব্যাংক লেনদেনসহ সব গ্রাহকসেবা বন্ধ থাকবে।

তবে কিছু ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট শাখা কেবল প্রশাসনিক ও হিসাব কার্যক্রমে সীমিতভাবে খোলা থাকবে।

শেয়ারবাজার ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভরশীল হওয়ায় ব্যাংক ছুটির দিন সেটিও বন্ধ রাখা হয়। একইভাবে প্রতিবছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব চূড়ান্ত করতে ব্যাংক হলিডে পালিত হয়।