অগ্নুৎপাতের আশঙ্কায় বিমান চলাচল বন্ধ

শেয়ার বিজ ডেস্ক: ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম বিমানের ইঞ্জিনের ক্ষতি করতে পারে- এমন আশঙ্কায় দেশটিতে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিমান চলালচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার আরো প্রায় ৪০০ বিমানের যাত্রা বাতিল করা হয়।

এদিকে অগ্নুৎপাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় আগ্নেয়গিরির চারপাশে বিপদসীমার ব্যপ্তি বাড়ানো হয়েছে। আরো প্রায় ১০ হাজারের বেশি মানুষকে এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় যেতে বলা হয়েছে। এর আগে প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, কালো ধোঁয়া ও ছাই পর্বতচূড়া থেকে প্রায় ৩ হাজার ৪০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। জ্বালামুখ থেকে ক্রমাগত আগুনের ফুলকি বেরোচ্ছে। পর্বতের চূড়া থেকে ক্রমাগত পাথর নেমে আসছে। তাই ভয়াবহ বিষ্ফোরণের আশঙ্কায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড গত সোমবার ভোরে ৪ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে। ক্ষয়-ক্ষতি এড়াতে এরইমধ্যে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ মার্ক তিনগে জানান, ‘আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাতের পরবর্তী ধাপে পৌঁছেছে। তবে ঠিক কখন উদ‌গিরণ শুরু হবে- এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকে মাউন্ট আগুং জেগে ওঠে। ওই সময়েই কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে। ওই ঘটনায় প্রায় এক লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছিল।