শেয়ার বিজ : রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মার চরের আলাতলীতে ‘জঙ্গি’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৪টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে র্যাব। এ সময় ‘জঙ্গি’রা বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে একাধিক বিষ্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সকাল ৬টার দিকে বাড়িটিতে আগুন ধরে যায়। বাড়ির ভেতরে রাখা বিষ্ফোরক থেকেই বাড়িতে আগুন লেগে থাকতে পারে বলে র্যাবের ধারণা। তবে ওই বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন ‘জঙ্গি’ আছে তা জানা যায়নি।
এরইমধ্যে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ‘সোয়াট’ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সোয়াট বাহিনী রাজশাহীতে পৌঁছার পর ঘিরে রাখা ওই বাড়িটি ভেতরে অভিযান চালানো হবে।