আরএসআরএমের পরিচালক হচ্ছেন আইসিবির এমডি

শেয়ার বিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে কোম্পানিটির আসন্ন ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।

কাজী সানাউল হক এর আগে চলতি বছরের আগস্ট মাসে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইতিপূর্বে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সচিব, বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশনেরর উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে আইসিবিতে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন তিনি।