নিজস্ব প্রতিবেদক: লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্পট মার্কেটে যাচ্ছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী বুধবার। তার আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও আগামীকাল শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকিট বেনকিজার (বাংলাদেশ): ৩০ জুন থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত শেষ হওয়া ছয় মাসের মুনাফার ওপর ভিত্তি করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২৫ টাকা ৬৫ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৮ টাকা ১৮ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ২৫ টাকা পাঁচ পয়সা ও ৫৩ টাকা ৫৩ পয়সা।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ: ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস করেছে এক টাকা ৬৫ পয়সা ও এনএভি ২২৫ টাকা ১৯ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৫৯ পয়সা ও ২২৪ টাকা ৫৪ পয়সা। আগামী ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ৭১, বীর উত্তম এমএ রব সড়ক, ধানমন্ডি, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।