শেয়ার বিজ প্রতিনিধি, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারটি আগামী ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার ফ্লাইওভার পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। ফ্লাইওভারটি উদ্বোধনের পর যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ স্থানটিতে আগে ব্যাপক যানজটে চালক ও যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হতো। এখন আর এটি থাকবে না। পাশাপাশি ছয় লেনের সঙ্গে নিচ দিয়ে আরও ফোর লেন সড়ক যুক্ত থাকায় চট্টগ্রাম হয়ে ফেনী থেকে নোয়াখালী, লক্ষ্মীপুরমুখী যাতায়াত এখন থেকে আরও সহজতর হবে।
তিনি বলেন, ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬৬০ মিটার দীর্ঘ ফ্লাইওভারটিতে ১১টি স্প্যান ও ২৯০ মিটার র্যাম্প রয়েছে। ইতোমধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে এর নির্মাণকাজ ছয় মাস আগেই শেষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন ১৯ ইঞ্জিনিয়ারিং কোরের মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নকশার কনসালট্যান্ট ড. মোহাম্মদ আজাদুর রহমান, আবদুল মোমেন লিমিটেডের পরিচালক আজাদুর রহমান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
এদিকে একই দিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর কবিরহাট উপজেলায় নোয়াখালী খালের পুনঃখনন
উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। ফেনী ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে নিজ এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
৩২৪ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে ২৫ কিলোমিটার খাল পুনঃখনন, সাত কিলোমিটার ড্রেজিং ও দুটি সুইস গেট নির্মাণ করা হবে। ২০২১ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলেও সেতুমন্ত্রী জানান।