উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে বছরের প্রথম দিন

হাসানুজ্জামান পিয়াস: ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, মার্কেন্টাইল ব্যাংক ও রুপালী ব্যাংক লিমিটেডের ওপর ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (পহেলা জানুয়ারী ২০১৮) প্রথম দেড় ঘণ্টায় (দুপুর ১২টা পর্যন্ত) লেনদেন ১৩৩ কোটি টাকা ছাড়িয়েছে। একইসঙ্গে ডিএসই সার্বিক সূচক শূন্য দশমিক তিন শতাংশ বা দুই দশমিক ছয় শতাংশ বেড়েছে।

তথ্যমতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এবং দুপুর ১২ টার একটু আগ মুহুর্ত থেকে বাজারের গতি বৃদ্ধি পায়। এভাবে উতত্থান পতনের মধ্য দিয়ে চলছে নতুন বছরের প্রথম দিনের বাজার। প্রথম দেড় ঘণ্টায় লেনদেনকে এগিয়ে রাখতে সহায়ক হিসেবে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড নয় দশমিক ৯৪, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চার দশমিক ৮৩, প্যারামাউন্ট টেক্সটাইল দুই দশমিক ৯৬ শতাংশ ভূমিকা রেখেছে।

অন্যদিকে প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর সূচক দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৬ পয়েন্টে। সূচক বৃদ্ধিতে ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লিেড বাংলাদেশ ও এক্সিম ব্যাংকের ভূমিকা রয়েছে। অপরদিকে আজ প্রথম দেড় ঘন্টায় সূচক গতি পতনের ছিল গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, অলিমপিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।