টানা জয়ের পর ছন্দপতন রূপগঞ্জের

ক্রীড়া প্রতিবেদক: ফর্মের তুঙ্গে থাকা আবদুল মজিদ গতকালও ব্যাট হাতে জ্বলে উঠলেন। তার সময় উপযোগী ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোরের দেখাও পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু বোলাররা প্রত্যাশা মতো সাফল্য না পাওয়ায় টানা জয়ের পর ছন্দপতন হয়েছে নাঈম ইসলামের দল। অবশ্য আবারও আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ হলো। আবাহনীর ইনিংসে দুটো আউট নিয়ে প্রশ্ন উঠেছে। ইনিংসের শুরুতেই ফিরে যেতে পারতেন সাইফ হাসান। কিন্তু আসিফ হাসানের বলে কটবিহাইন্ড এড়িয়ে যান ম্যাচের আম্পায়ার নাদির শাহ। তারপর ইনিংসের শেষ দিকে আবাহনীর জিততে ৩৬ বলে দরকার ছিল ৩০ রান। তখন আম্পায়ার তানভীর আহমেদ একটি আউট দেওয়া থেকে বঞ্চিত করেন রূপগঞ্জকে। মোহাম্মদ শহীদের বলে মেহেদী হাসান মিরাজ শট মিডঅফে ক্যাচ দিয়েও বেঁচে যান! এরই পথ ধরে খেলার নিয়ন্ত্রণ নেয় আবাহনী।

বিকেএসপির তিন নম্বর মাঠে গতকাল আবাহনী লিসিটেডের কাছে ৫ উইকেটে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অবশ্য টস জেতা নাঈম ইসলামের দল আগে ব্যাট করতে নেমে আবদুল মজিদের (১১৪ বলে ৮৯ রান) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করেছিল ২৪৭ রান। কিন্তু বোলারদের ব্যর্থতায় ২ ওভার আগেই প্রতিপক্ষের কাছে হারতে মানতে হয় দলটির।

এর আগে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরেছিল লিজেন্ডসরা। কিন্তু এরপর স্বরূপে নিজেদের ফিরে পায় নাঈম ইসলামরা। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংকের বিপক্ষে টানা জয় পায় তারা। তবে সে ধারাটা গতকাল ধরে রাখতে পারলো না নারায়ণগঞ্জের দলটি।

গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। দলীয় ৩৪ রানের মাথায় ওপেনার সালাউদ্দিন পাপ্পুকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে অভিষেক মিত্রকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে দাপট দেখান মজিদ। ডানহাতি এ ব্যাটসম্যান ৭৬ বলে ৬টি চার ও ২টি ছয়ে পূর্ণ করেন অর্ধশতক। এরপর নিজের ইনিংসের সঙ্গে দলের রানও বাড়াতে থাকেন তিনি। কিন্তু প্রান্তে দ্রুত সময়ের মধ্যে সাজঘরের পথ ধরেন মিত্র ও অধিনায়ক নাঈম ইসলাম। সে সময় দলটির স্কোর ২৪ ওভারে ৩ উইকেটে ৯৩ রান।

চতুর্থ উইকেটে পারভেজ রসুলকে নিয়ে আবারও দলের হাল ধরেন মজিদ। গড়ে তোলেন ৬০ রানের জুটি। ঠিক সে সময় এ ডানহাতি সাকলায়েন সজীবের স্পিনে বিভ্রান্ত হয়ে তাসকিনের হাতে ধরা পড়ে ফেরেন সাজঘরে। তার আগে ১১৪ বলে ৬ চার ও ৫ ছয়ে ৮৯ রান করেন তিনি। রসুল ফেরেন ৫০ বলে ৩৩ রানে। শেষদিকে লিজেন্ডসদের স্কোরকে ২৫০ পার করান মোশাররফ হোসেন (২৯) ও নাজমুল হোসেন মিলন (২৯)।

আবাহনীর হয়ে ৬১ রানে ৩টি উইকেট নেন তাসকিন। এদিকে ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

বল হাতে শুরু থেকেই প্রতিপক্ষ ওপেনার আনামুল হক (৭৭) ও সাইফ হাসানের (৭৮) প্রতিরোধের সামনে পড়েন লিজেন্ডস বোলাররা। ২৬.২ ওভারে ওই দুই ব্যাটসম্যান দলীয় স্কোরে বোর্ডে বিনা উইকেটে জমা করেন ১৪৩ রান। যে কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ে নারায়ণগঞ্জের দলটি। শেষদিকে আসিফ হাসান ও মোশাররফ হোসেন রুবেল আবাহনীর দ্রুত উইকেট তুলে নিলেও কাজের কাজ কিছুই হয়নি।

রূপগঞ্জের হয়ে মোশাররফ হোসেন রুবেল ১০ ওভারে ৪১ রানে দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আশিকুজ্জামান ও আসিফ হাসান।

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ : ৫০ ওভারে ২৪৭/৮ (মজিদ ৮৯, পাপ্পু ২০, অভিষেক ১৮, নাঈম ০, রসুল ৩৩, তুষার ৫, মোশাররফ ২৯, নাজমুল ২৯, আশিক ৮*, শহীদ ৮*; তাসকিন ৩/৬১, মাশরাফি ০/৬৩, সানজামুল ২/২৭, মিরাজ ২/২৫, সাকলাইন ১/৪৮, নাসির ০/২৩)

আবাহনী: ৪৮ ওভারে ২৫৩/৫ (এনামুল ৭৭, সাইফ ৭৮, শান্ত ২৫, নাসির ৩৪, রানা ৩, মোসাদ্দেক ১৪*, মিরাজ ২১*; শহীদ ০/৭৮, আসিফ ১/৪৯, মোশাররফ ২/৪১, রসুল ০/৩৭, নাঈম ০/১৮, তুষার ০/৬, আশিক ১/২৩)

ফল: আবাহনী ৫ উইকেট জয়ী

ম্যাচসেরা :  সাইফ হাসান