মূল্য সংবেদনশীল তথ্য নেই ফাইন ফুডসের

 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই ফাইন ফুডস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি মাসের ১২ তারিখে কোম্পানির শেয়ারদর ছিল ৩২ টাকা ৬০ পয়সা, যা গতকাল লেনদেন হয় ৪২ টাকা ৩০ পয়সায়। এ হিসেবে চার কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। শেয়ারদর গতকাল ৯ দশমিক ৮৭ শতাংশ বা তিন টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪২ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪২ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে ১৮ লাখ ১০ হাজার ৭৬৩টি শেয়ার মোট দুই হাজার ২৩৯ বার হাতবদল হয়, যার বাজারদর সাত কোটি ৪৬ লাখ ১৭ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৩৯ টাকা থেকে সর্বোচ্চ ৪২ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২৩ টাকা ১০ পয়সা থেকে ৫৪ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।