স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্পেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কমিটমেন্ট টু দ্য নম্বর অব সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাংলাদেশে

স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস প্রতিমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন।

এ সময় নসরুল হামিদ ব্যবসা বাণিজ্যের বাইরেও জাতিসংঘে স্পেন বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য স্পেনের রাজা ও সেদেশের জনগণকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ্ব শান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন অভিন্ন অভিমত পোষণ করে। স্পেনের রাজাকে এ পদক প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে আরও কাজ করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে এবং পদক প্রদানের মাধ্যমে স্পেন গৌরবান্বিত বোধ করছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে দেশ, তৈরী হচ্ছে আগামীর বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন।