বিজেএমসি থেকে সাড়ে ১০ কোটি পাটের বস্তা কিনবে বিসিএসএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কাছ থেকে সাড়ে ১০ কোটি পাটের বস্তা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এ চুক্তির আওতায় বিসিএসএর চাহিদা অনুসারে বিজেএমসি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ৪৪৫ কোটি টাকার বস্তা সরবরাহ করবে। ৬০০ গ্রাম ওজনের প্রতি বস্তার দাম পড়বে ৪২ টাকা।

গতকাল রোববার সচিবালয়ে বিজেএমসির সচিব মুহাম্মদ সালেহউদ্দীন ও বিসিএসএর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, দেশের ভেতরে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এখন বিজেএমসির সব থেকে বড় ক্রেতা। বিজেএমসি সংকটকাল পার করছে, এর মধ্য দিয়ে সেই সংকটটা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, বিজেএমসি বর্তমানে লোকসানে থাকলেও প্রতিষ্ঠানটি আগে এ অবস্থায় ছিল না। লোকসান কাটাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ চুক্তি তারই অংশ।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজেএমসিকে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানিয়ে সচিব বলেন, দেশের অভ্যন্তরে বিজেএমসি বড় ধরনের সরবরাহ নিশ্চিত করছে। পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেএমসি ২৮৫ ধরনের পাটপণ্য দেশ-বিদেশে বিক্রি করে বলেও জানান তিনি।

বিসিএসএর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী জানান, বাংলাদেশে ৪১৬টি কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা ৫৫ লাখ মেট্রিক টন। বিজেএমসি থেকে কেনা পাটের বস্তায় আলু রাখা হবে।