রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান এবং পরিচালক অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার। এ সময় ডিএমডি হাসনে আলম, মো. মোরশেদ আলম খন্দকার, কামরুজ্জামান চৌধুরী, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও জিএম কাইসুল হক, জিএম অরুণ কান্তি পাল, আলতাফ হোসেন, এবনুজ জাহান, জাকিয়া সুলতানা, সাইদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি