বরের গাড়িতে ডাকাতি, র‌্যাবের গুলিতে নিহত ১

শেয়ার বিজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে পালানোর সময় র‌্যাবের গুলিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কুমিরা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারী থেকে গাড়িতে করে বরযাত্রীরা কুমিল্লার লাকসামে ফিরছিলেন। ভোরের দিকে ডাকাত দল হামলা করে গাড়িতে থাকা মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীরা র‌্যাবের টহল দলের কাছে বিষয়টি জানায়। র‌্যাব ডাকাতদের ধরতে অভিযান শুরু করে। এ সময় ডাকাত দল পাশের একটি জঙ্গলে ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল।

র‌্যাবকে দেখে ডাকাত দল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হন।