শেয়ার বিজ ডেস্ক: যমুনা ও ধলেশ্বরীর চরবেষ্টিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি মৌসুমে মাষকলাইয়ের বাম্পার ফলন হয়েছে। সরকারিভাবে কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল বারি-৩ জাতের মাষকলাইয়ের বীজ ও সার সরবরাহ করায় নাগরপুর উপজেলায় মাষকলাইয়ের এ বিপ্লব হয়েছে। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক ও কৃষি বিভাগ। খবর বাসসের।
প্রাপ্ত তথ্যমতে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অধিকাংশ জমি যমুনা ও ধলেশ্বরীর চরঞ্চলের হওয়ায় এখানে সব সময়ই মাষকলাইয়ের ব্যাপক চাষ হতো। আগে এখানকার কৃষকরা দেশি বা স্থানীয় জাতের মাষকলাই চাষ করতো। এ জাতের মাষকলাইয়ে ভাইরাসজনিত রোগের কারণে ফলন হতো কম। এতে ক্ষতিগ্রস্ত হতেন কৃষক। এ কারণে মাষকলাইয়ের চাষ কমতে থাকে। স্থানীয় কৃষি বিভাগ, উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উচ্চ ফলনশীল বারি-৩ জাতের মাষকলাইয়ের বীজ ও সার সরবরাহ করে। বিনা মূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা আবারও মাষকলাই চাষে ফিরে আসেন।
নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ‘চলতি মৌসুমে নাগরপুর উপজেলার প্রায় দুই হাজার হেক্টর জমিতে মাষকলাইয়ের চাষ হয়েছে। দেশি জাতের চেয়ে বারি-৩ জাতের মাষকলাইয়ে দ্বিগুণেরও বেশি ফলন হয়েছে। গাছে রোগবালাইও হয়নি। এ কারণে খুশি কৃষকরা। তারা ভবিষ্যতে আরও বেশি জমিতে বারি-৩ জাতের মাষকলাই চাষের কথা ভাবছেন।’