শেষ ওভারে নাটকীয় হার রূপগঞ্জের

ক্রীড়া প্রতিবেদক: শাইনপুকুর স্পোর্টিং ক্লাবের শেষ ওভারে জিততে দরকার ছিল মাত্র ৭ রান। হাতে ২ উইকেট। ম্যাচে ভাগ্য তখনও দুই দলের দিকেই ছিল হেলে। প্রথম দুটি বল থেকে মোহাম্মদ শহীদ দেন ১ রানে। তাতে আরও জমে ওঠে ম্যাচ। কিন্তু পরের বলে রায়হান উদ্দিন হাঁকিয়ে বসেন চার। চতুর্থ বলে আসে ১ রান। সে সময় জয়ের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের দরকার ২ বলে ২ উইকেট। আর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবাগত দলটি চায় ১ রান। ঠিক তখন পঞ্চম বলে মোহাম্মদ সাইফুদ্দিন ভুল বোঝাবুঝিতে পড়েন রান আউটের ফাঁদে। তাতে লিজেন্ডদের জয়ের স্বপ্ন আবারও ওঠে জেগে। কিন্তু নাটকীতায় ভরা শেষ বলে শহীদ পারলেন না। দিলেন বাজে বল। ব্যাটসম্যান রায়হান মারলেন চার। তাতে মাত্র ১ উইকেটে জিতে আনন্দে মেতে ওঠে শাইনপুকুর।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৬৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির হয়ে ওপেনার মোহাম্মদ নাইম ৯৩ রান করেন। এছাড়া ভারতীয় রিক্রুট পারভেজ রসুল ৬৬ বলে ১১ চার ও ২ ছয়ে ৮৮ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন।

বোলিংয়ের শুরুটা গতকাল দারুণই ছিল রূপগঞ্জের। ৬২ রানের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয় দলটি। কিন্তু ডিপিএল সাবেক চ্যাম্পিয়নদের বেশ ভোগায় শাইনপুকুরের সাদমান ইসলাম (৯৫)। চতুর্থ উইকেটে তাকে দারুণ সঙ্গ দেন ভারতীয় রিক্রুট উদয় কাল (৬১)। এ জুটিতে দলীয় স্কোর বোর্ডে তারা যোগ করেন ১২১ রান। তার পরও ম্যাচ থেকে ছিটকে পড়েনি নারায়ণগঞ্জের দলটি। শেষ দিকে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরেন মোশাররফ হোসেন ও মোহাম্মদ শহীদ। কিন্তু শেষ ওভারের নাটকীয়তার কাছে হার মানতেই হয়েছে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নদের।

রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার শহীদ। মোশাররফ হোসেন ও পারভেজ রসুল নিয়েছেন দুটি করে উইকেট।

এ হারে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন থেকে চারে নেমে গেল রূপগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচে সমান জয়ে রান রেটে এগিয়ে থেকে তিনে জায়গা করে নিয়েছে শাইনপুকুর। ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আবাহনী লিমিটেড। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৮/৩ (মজিদ ২৫, মোহাম্মদ নাঈম ৯৩, নাঈম ইসলাম ৩৮, রসুল ৮৮*, মিলন ১২*; সাইফুদ্দিন ০/৪৬, হাওদালার ০/৮১, নাইম ১/৩৫, শুভাগত ১/২১, আফিফ ০/৩৩, রায়হান ১/৫১)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭২/৯ (সাদমান ৯৫, সাব্বির ১১, ফারদিন ৯, তৌহিদ ১১, কাল ৬১, আফিফ ২৯, শুভাগত ১৮, সাইফুদ্দিন ১৯, নাইম ২, রায়হান ১০*, সুজন ০*; শহীদ ৩/৫০, রসুল ২/৩৭, নাঈম ১/৪৯, শরীফ ০/৪৪, আফিস ০/৪০, মোশাররফ ২/৪৪)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ উইকেটে জয়ী

ম্যাচসেরা: সাদমান ইসলাম