জাতীয় স্মৃতিসৌধে ভিয়েতনামের প্রেসিডেন্টের শ্রদ্ধা

শেয়ার বিজ ডেস্ক: সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

আজ সোমবার সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী গুয়েন থি হিয়েন। শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। তিনবাহিনীর চৌকশ দল এসময় রাষ্ট্রীয় সালাম জানান। ভিয়েতনামের রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গতকাল রবিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ত্রান দাই কুয়াং।

এ সময় সাভারের সাংসদ, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলার পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতরা উপস্থিত ছিলেন।