যশোর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন যশোরের বেনাপোল বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুই দেশের ৪০ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়।
এর আগে ভারত থেকে আসা কলকাতা সেক্টর বিএসএফের ডিআইজি মৃদুল সেনোয়ালের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, ২১ বিজিবির অধিনায়ক আরিফুর রহমান প্রমুখ।