সপ্তাহজুড়ে দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহজুড়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিপলস ইন্স্যুরেন্স: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে দুই টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৫ টাকা ৩১ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৪৬ পয়সা ও ২৪ টাকা ৩১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১ আগস্ট বেলা সাড়ে ১১টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, বাড়ি-১৯, সড়ক-৭, গুলশান-১, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৬০ পয়সা, যা আগের বছর ছিল ৫৮ পয়সা। অর্থাৎ ইপিএস দুই পয়সা বেড়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ২৫ টাকা ৯১ পয়সা, যা আগের বছরের ৩১ মার্চ পর্যন্ত ছিল ২৪ টাকা ৮৯ পয়সা।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে দুই শতাংশ বেশি। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা ৪৬ পয়সা এবং এনএভি ২৪ টাকা ৩১ পয়সা। এটি আগের বছর ছিল যথাক্রমে এক টাকা ৮২ পয়সা ও ২২ টাকা ৮৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছে ১১ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছর ছিল আট কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৬ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৪৬ কোটি ১৩ লাখ টাকা।
কোম্পানিটির মোট চার কোটি ৬২ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ২১ দশমিক শূন্য আট শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৯ দশমিক ৪৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪৯ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ নগদ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২১ জুন সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ টাওয়ার, বাড়ি-৩৭, সড়ক-৯০, গুলশান-২, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে দুই শতাংশ বেশি।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪২ দশমিক ৮৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫ দশমিক ৪৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩১ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।