ইফাদ অটোর দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোমোবাইল লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই- ডিসেম্বর, ২০১৬ মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা চার পয়সা।

গত বছরের একই সময়ে ইপিএস ছিল দুই টাকা ৬৫ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৯ পয়সা বা ১৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) কোম্পানিটির ইপিএস দুই টাকা পাঁচ পয়সা। এর আগের বছরের একই সময়ে ছিল ইপিএস ছিল এক টাকা ৪০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৬ পয়সা।