নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি, সোমবার অনুষ্ঠিত হবে। ওই দিন কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদের কোম্পানিটির সভা ওইদিন বিকাল ৩ টায় । কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অ্যাপোলো ইষ্পাত কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকেল সাড়ে ৩ টায় হবে। কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইষ্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকাল সাড়ে ৩ টায় হবে। কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকেল সাড়ে ৪ টায় হবে। কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারী লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকাল সাড়ে ৩ টায় হবে। কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।