ডিএসই: প্রধান সূচক কমেছে ৮৬ দশমিক ৯৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) লেনদেন কমার মধ্য দিয়ে কার্যদিবস শেষ হয়।

তথ্যানুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬২১ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে। দিনজুড়ে ডিএসইতে ৩২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৮৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ২২৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দিনশেষে অপরিবর্তিত ছিলো ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে এক হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার পরিমাণ আগের দিন ছিল দুই হাজার ১৩ কোটি ৪৪ লাখ  টাকা। সেই হিসেবে লেনদেন কমেছে ৪৮৮ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার।   দিনজুড়ে কোম্পানিটির মোট এক কোটি ১৯ লাখ ৭৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিলো ন্যাশনাল ব্যাংক,এক্সিম ব্যাংক, ইসলামি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো,  সিএনএ টেক্স, সাউথইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ট ব্যাংক।