শেরপুরে ইরানি জিরা চাষ

বগুড়া ব্যুরো: বগুড়ার শেরপুরে ইরানি জিরার চাষ হচ্ছে। জেলার শিবগঞ্জে মসলা গবেষণা ইনস্টিটিউটে জিরা চাষের চেষ্টা ব্যর্থ হলেও শেরপুরের আবিদ হাসান সুমন নামে এক কৃষক ইরানি জিরা চাষ করে সফলতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন। তার ক্ষেতে এখন ফুল এসেছে, আশা করছেন ফলন ভালো হবে। উপজেলা কৃষি অফিস থেকে প্রতিনিয়ত সুমনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলার সাদেকপুর গ্রামের কৃষক আবিদ হাসান সুমন নতুন কিছু চাষের বিষয়ে বড় ভাই প্রকৌশলী মেহেদী হাসানের সঙ্গে পরামর্শ করেন। তিনি পরিচিতদের মাধ্যমে ইরান থেকে ১২ হাজার টাকা কেজি দরে জিরা বীজ সংগ্রহ করেন। চারা গজাতে শুরু করলে উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান ক্ষেত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন। সে সঙ্গে ইউনিয়ন কৃষি কর্মকর্তা খোরশেদ আলমকে সার্বক্ষণিক খোঁজ নিতে বলেন। বর্তমানে জিরা গাছগুলো ফুলে-ফলে ভরে উঠেছে। ভালো ফলন হওয়ার আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

কৃষক আবিদ হাসান সুমন জানান, অন্যরকম কিছু চাষের ইচ্ছা থেকেই তিনি জিরা চাষ করেছেন। ভালো ফলন পাবেন বলে আশাবাদী তিনি। সুমনের চেষ্টা যেন সফল হয়, বিষয়টি মাথায় রেখে সার্বক্ষণিক খোঁজ নেওয়াসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ থেকে।