ঈদের ছুটির পর ইতিবাচক ধারায় পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষে গতকাল দ্বিতীয় কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ে আগ্রহ থাকায় দুই বাজারেই সূচকের পাশাপাশি লেনদেন বৃদ্ধি পেয়েছে কয়েকটি স্বল্প মূলধনী কোম্পানির ওপর ভর করে। গেইনারের শীর্ষে ছিল আইটি খাতের শেয়ার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসইতে সকাল থেকেই লেনদেন চলে ঊর্ধ্বগতিতে। চলে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত। এরপরই সূচক নামতে শুরু করে। সকালে পাঁচ হাজার ৩৪১ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু হওয়া প্রধান সূচক শেষ হয় পাঁচ হাজার ৩৪৪ দশমিক ৯৬ পয়েন্টে। আগের দিনের চেয়ে গতকাল সূচক বৃদ্ধি পায় তিন দশমিক ৬৬ পয়েন্ট। এদিন ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৫টির, কমে ১৪৪টির ও অপরিবর্তিত থাকে ৫১টির।
এক দশমিক সাত শতাংশ দর বৃদ্ধি নিয়ে গেইনারের শীর্ষে ছিল আইটি খাতের কোম্পানিগুলো। টাকার অঙ্কে আগের দিনের চেয়ে গতকাল ৮৮ শতাংশ বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। মোট লেনদেনের ২০ দশমিক এক শতাংশ ছিল প্রকৌশল খাতের। অবশ্য প্রকৌশ খাতের মুন্নু জুট স্টাফলারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১৪৫ টাকা। এক দিনের ব্যবধানে চার দশমিক ৯১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়ে শীর্ষ ১০টির মধ্যে অষ্টম অবস্থানে ছিল কোম্পানিটি। গতকাল ১০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়ে শীর্ষে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। অপরদিকে আগের দিনের চেয়ে ৭২ দশমিক সাত শতাংশ দর হারিয়ে লুজারের শীর্ষে ছিল আর্থিক খাত।
এক দশমিক তিন শতাংশ দর বৃদ্ধির ফলে গেইনারের দ্বিতীয় অবস্থানে ছিল সিমেন্ট খাত এবং জ্বালানি ও রসায়ন খাত শূন্য দশমিক ৯ শতাংশ নিয়ে গেইনারের তৃতীয় অবস্থানে ছিল। একক কোম্পানি হিসেবে সবচেয়ে গেইনারের শীর্ষে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির ৩০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাত-বদল হয়। এরপরেই ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও ফার্মা এইড।