শেয়ার বিজ ডেস্ক: গত দুই মাসে (এপ্রিল ও মে) মিয়ানমারের বৈদেশিক বাণিজ্য ৬৫৬ কোটি ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই
সময়ের তুলনায় এ বাণিজ্য ৭৫১ মিলিয়ন ডলার বেড়েছে। খবর সিনহুয়া।
মিয়ানমারে এপ্রিল থেকে মার্চ সময়টাকে অর্থবছর ধরা হতো। এ সময় পরিবর্তন করে অক্টোবর থেকে সেপ্টেম্বর করা হয়েছে। ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময় রেখেই ২০১৮-১৯ অর্থবছর থেকে নতুন নিয়ম চালু হয়েছে।
চলতি অর্থবছরের ১ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত দেশটির রফতানি বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৭০ কোটি ডলার। একই সময় আমদানি পরিমাণ ছিল তিন দশমিক ৮৪ বিলিয়ন ডলার। মার্চে শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩৩ দশমিক তিন বিলিয়ন ডলার।
