অস্ট্রেলিয়ায় অ্যাপলকে ৬৭ লাখ ডলার জরিমানা

শেয়ার বিজ ডেস্ক: ভোক্তা আইন লঙ্ঘন করায় প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলকে ৬৭ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ান কমপিটিটর অ্যান্ড কনজ্যুমার কমিশনের (এসিসিসি) অভিযোগের ভিত্তিতে এ রায় দেওয়া হয়। এসিসিসির অভিযোগ, তৃতীয়পক্ষের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেটের ভেঙে যাওয়া স্ক্রিন মেরামত করায় অ্যাপল তাদের ২৭৫ অস্ট্রেলিয়ান ক্রেতার ওই ডিভাইসের কোনো দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিয়েছে। খবর রয়টার্স।
অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট রায়ে জানিয়েছে, অ্যাপল তাদের ক্রেতাদের সেবা দিতে অসম্মতি জানিয়ে অস্ট্রেলিয়ার ভোক্তা আইন সম্পূর্ণ লঙ্ঘন করেছে।
এসিসিসি কমিশনার সারাহ কোর্ট এক বিবৃতিতে বলেন, একটি আইফোন বা আইপ্যাড অন্য মাধ্যমে মেরামতের অভিযোগ তুলে অ্যাপল কোনোভাবেই তাদের ক্রেতার গ্যারান্টিসেবা থেকে বঞ্চিত করতে পারে না। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে অবশ্যই অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে হবে।
এর পরিপ্রেক্ষিতে অ্যাপল তাদের কর্মীদের উন্নত প্রশিক্ষণ, ওয়ারেন্টি ও ভোক্তা আইন সম্পর্কে নিজেদের ওয়েবসাইট আরও সমৃদ্ধ করার কথা নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে কয়েকটি দেশে বিভিন্ন কারণে জরিমানার মুখে পড়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। গত মাসেরও কর ফাঁকির এক হাজার ৩০০ কোটি ইউরো পরিশোধের অংশ হিসেবে আয়ারল্যন্ড সরকারকে প্রথম দফায় ১৫০ কোটি ইউরো পরিশোধ করেছে অ্যাপল।
২০১৬ সালের আগস্টে আয়ারল্যান্ড থেকে পাওয়া অবৈধ কর-সংক্রান্ত সুবিধায় অ্যাপলের বকেয়া কর এক হাজার ৩০০ কোটি ইউরো পরিশোধের নির্দেশ দেয় ইউরোপিয়ান কমিশন। এ ছাড়া রায়ে নির্ধারিত পদ্ধতি অনুসারে এ অর্থের সঠিক পরিমাণ নির্ধারণে আয়ারল্যান্ড সরকারকে নির্দেশ দেয় কমিশন।
২০১৭ সালের অক্টোবরে অ্যাপলের কাছে বাকি থাকা করের এক হাজার ৩০০ কোটি ইউরো পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ায় আয়ারল্যান্ডকে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিজে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেয় কমিশন।’ যত দ্রুত সম্ভব কর পুনরুদ্ধারে আয়ারল্যান্ডকে চাপ দিতে থাকে কমিশন। একপর্যায়ে আয়ারল্যান্ড জানায়, এ অর্থ সংগ্রহে তারা যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিচ্ছে।