শেয়ার বিজ ডেস্ক: গত শনিবার ঈদুল ফিতরের দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট ও মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সৈয়দপুরের এক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর
সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। গত রোববার রাত ১০টায় সৈয়দপুর শহরের বাইপাস সড়কে নাড়িয়ার খাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চারজনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতরা হলেনÑনীলফামারী সদরের আরাজি দলুয়া তল্লিবাড়ির আবদুল হান্নানের ছেলে ময়নুল (২০), নতিবাড়ী কাঞ্চনপাড়ার আনারুলের ছেলে রাব্বি (১৪), একই এলাকার হাফেজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলাম (১৫), একই এলাকার মো. মকবুলের ছেলে রুবেল (২৫), একই এলাকার আবিয়ার আলী ছেলে খায়রুল ইসলাম (২৫), কিসামত দোগাছী গ্রামের মাহাবুবুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২০), আরাজি দলুয়ার কবেদ আলীর ছেলে শামীম (১৬), একই এলাকার আবদুল রশিদের ছেলে ডালিম (১৮) ও ধোপাডাঙ্গা জোড়াপাখুরীর সুবাস চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায় (১৮)।
ঈদুল ফিতরের পরদিন গত রোববার নীলফামারী সদরের নতিবাড়ী কাঞ্চনপাড়া ও আশপাশের এলাকার ২৮ যুবক একটি পিকআপ ভ্যান ভাড়া করে পিকনিক করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে যান। পিকনিক শেষে ফেরার পথে নাড়িয়ার খাম্মা এলাকায় আহ্মেদ প্লাইউড কারখানার সামনে পৌঁছলে পেছন থেকে একটি নৈশকোচ পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে বিগবাজারের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর সৈকত অপু (২০) নামে মেডিক্যাল কলেজের এক ছাত্র নিহত হন। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সৈকত শহরের কোর্টপাড়ার নাজেম উদ্দিনের ছেলে ও আদ্দ্বীন মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
এদিকে চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়ার কোরিয়া পাড়ায় মিনি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ফয়জুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। ঈদের দিন মোটরসাইকেল নিয়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন ফয়জুল ইসলাম।
জয়পুরহাট: জয়পুরহাটের বানিয়া পাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মতিজন বেওয়া (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত রোববার রাতে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিজন বেওয়া বানিয়া পাড়া গ্রামের মৃত জয়েন উদ্দিনের স্ত্রী।
মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে একজন নিহত ও ১৫ জন আহত হন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
