নিজস্ব প্রতিবেদক: শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাজমুল আহসান খালেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নাজমুল আহসান খালেদ কোম্পানিটির ছয় লাখ ১০ হাজার শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
গতাকাল শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে ১১ লাখ ৯২ হাজার ২১৭টি শেয়ার মোট ৪২১ বার হাতবদল হয়, যার বাজারদর দুই কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ১৭ টাকা ৩০ পয়সা থেকে ২৮ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।
২০১৭ সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় তিন টাকা ১৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ২০ টাকা ৮৮ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৩১৩ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির মোট ১০৪ কোটি ৪০ লাখ ২১ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪১ দশমিক ৬৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১৯ দশমিক ৪১ শতাংশ, বিদেশি তিন দশমিক শূন্য আট শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।