শেয়ার বিজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানকে হুমকি দিয়েছেন তাদের সঙ্গে দ্রুত সময়ে চুক্তি করতে হবে, নয়ত হামলা চালানো হবে। তিনি জানান, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রমই চালাতে পারবে না।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদন সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে। এর বেশি মিসাইল আর উৎপাদন করা যাবে না। অপরদিকে ইউরেনিয়াম মজুদিকরণ শূন্যে নামিয়ে আনতে হবে।
আলজাজিরা বলেছে, ট্রাম্পের এ দাবি নিয়ে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। কিন্তু ইরান ট্রাম্পের এ দাবি মানবে কি না এ নিয়ে অনেক সন্দেহ আছে। সংবাদমাধ্যমটি বলেছে, দুই দেশের মধ্যে এসব ইস্যু নিয়ে অনেক বড় গ্যাপ রয়েছে। মার্কিনিরা যে দাবি করছে সেটি মানার ধারেকাছেও ইরান নেই।
কিন্তু শঙ্কা হলো যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে। ফলে তাদের হামলার সম্ভাবনা অনেক বেশি। তবে ইরানিরা জানিয়েছে, তারা ‘সম্মানের’ সঙ্গে আলোচনা করতে চায়। একই সঙ্গে লড়াইয়ের জন্যও প্রস্তুত।
প্রিন্ট করুন






Discussion about this post