নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্ম এবং টেক-লাভারদের জন্য রাজধানীর শেরে বাংলায় অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২৬। যেখানে অন্যান্য অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।
প্রযুক্তি প্রদর্শনী এবং উদ্ভাবনী এই মেলা চলবে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এসময় এক্সপো জুড়ে ভিভোর বুথে থাকছে স্মার্ট ডিভাইস প্রদর্শনী, ইন্টার্যাকটিভ কার্যক্রম এবং এক্সক্লুসিভ এক্সপো অফার। দর্শনার্থীরা ভিভো বুথে সরাসরি অংশগ্রহণ করে অন-গ্রাউন্ড টেক এক্সপেরিয়েন্স এবং বিশেষ ডিসকাউন্ট ও অফারের সুযোগ পেতে পারবেন।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬- এর আয়োজক হিসেবে থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। ভিভো এই এক্সপোতে অংশ নিয়ে তাদের দর্শকদের জন্য উদ্ভাবনী, ইন্টার্যাকটিভ এবং প্রযুক্তি সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করছে, যা তরুণ ও টেকপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ।
এই প্রদর্শনীতে ভিভো স্মার্টফোনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী কেনাকাটার একাধিক বিশেষ সুযোগ। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। বাই ওয়ান গেট ওয়ান অফারে ভি৬০, ভি৬০ লাইট ফোরজি ও ফাইভজি-এর সঙ্গে দেওয়া হবে রিরো ডাব্লিউ১০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ারব্যাংক, এবং এল১৮ ইয়ারবাডস। একই সঙ্গে ওয়াই০৪, ওয়াই৪০০ ও ওয়াই২১ডি-এর সঙ্গে পাওয়া যাবে ডি১০ চার্জিং ক্যাবল, এল০৬ ইয়ারবাডস এবং নেকব্যান্ড। এর পাশাপাশি, দর্শনার্থীরা প্রদর্শনী মেলায় ভিভোর প্রিমিয়াম স্মার্টফোন এক্স৩০০ প্রো সরাসরি কিনতে পারবেন।
এছাড়াও, থাকছে মাত্র ২৯৯ টাকায় মেম্বারশীপ কার্ড, ভি ও ওয়াই সিরিজের নির্দিষ্ট কিছু ফোনে স্পেশাল প্রোডাক্ট অফার, এনআইডি ও বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে ৬ মাস পর্যন্ত মোমো কিস্তির সুযোগ। শুধু তাই নয়, র্যাফেল ড্র তে আকর্ষনীয় পুরষ্কা্রের পাশাপাশি সাথে পাওয়া যাবে রিরোর প্রোডাক্ট এ ১০% পর্যন্ত ডিসকাউন্ট এবং নির্দিষ্ট ৫ টি ব্যাংকে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই এর সুযোগ।
ভিভো এই এক্সপোতে অংশ নিয়ে দর্শকদের জন্য উদ্ভাবনী, ইন্টার্যাকটিভ এবং প্রযুক্তি সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করছে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর মাধ্যমে ভিভো তরুণ প্রজন্ম এবং টেকপ্রেমীদের কাছে প্রযুক্তি আরও কাছের করে তুলে ধরার পাশাপাশি উদ্ভাবন ও ডিজিটাল এক্সপেরিয়েন্সকে উৎসাহিত করছে।
প্রিন্ট করুন







Discussion about this post