শেয়ার বিজ ডেস্ক: চলছে যুদ্ধবিরতি আলোচনা। তবে এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) গাজার একাধিক স্থানে সংগঠিত হামলায় নিহত হন তারা। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
খাবারের আশায় ত্রাণকেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলিবর্ষণ করে নেতানিয়াহুর সৈন্যরা। এতেই প্রাণ হারান ৫১ জন।
গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় আগ্রাসন চালায় তেল আবিব। এতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন ফিলিস্তিনি, আহত বেশ কয়েকজন। নুর শামস শরণার্থী শিবিরেও চালানো হয় গুলি।
আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন মুহান্নাদ আল লিলি নামের একজন ফুটবলার। খাদামাত আল-মাঘাজি ক্লাবের হয়ে খেলতেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, গত দেড় বছরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশের সমান। নিহত ফিলিস্তিনির এ সংখ্যা হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি।

Discussion about this post