শেয়ার বিজ ডেস্ক : রাশিয়ার অর্থনীতি ও সামরিক বাহিনী পশ্চিমারে যে কোনো বাড়তি পক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী বলে এখনও বিশ্বাস করেন প্রেসিডেন্ট পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিতে মোটেও বিচলিত না হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরং ইউক্রেনে যুদ্ধ চালিয়েই যেতে চান, যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তার শান্তির শর্তগুলো নিয়ে তৎপর হয়।
লড়াই চলতে থাকার সঙ্গে সঙ্গে ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রার কারণে পুতিন দেশটির আরও অঞ্চল দখলে নেয়ার দাবিও করতে পারেন। ক্রেমলিন-ঘনিষ্ঠ তিন রুশ কর্মকর্তা এ কথা বলেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেই যুদ্ধ তিন বছরে গড়ানোর পর এখনও পুতিন মনে করেন, রাশিয়ার অর্থনীতি ও সামরিক বাহিনী পশ্চিমারে যে কোনো বাড়তি পক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী।
ট্রাম্প গত সোমবার ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাজি না হওয়ার জন্য পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেন। ইউক্রেনকে অস্ত্র সহায়তা করার ঘোষণা নে তিনি। ৫০ দিনের মধ্যে পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ব্যবসায়িক অংশীদাররে ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোরও হুমকি দিয়েছেন ট্রাম্প।
ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের চিন্তা-ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট তিন রুশ কর্মকর্তা বলেছেন, পশ্চিমাদের চাপে পুতিন যুদ্ধ বন্ধ করবেন না। কারণ তিনি বিশ্বাস করেন, পশ্চিমাদের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে যে রাশিয়া টিকে আছে, তারা আরও কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। এমনকি ট্রাম্প রুশ তেলের ক্রেতারে ওপর শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন, তাও রাশিয়া উতরে যেতে পারবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ কর্মকর্তা বলেন, ‘পুতিন মনে করেন ইউক্রেনে শান্তির বিস্তারিত বিষয় নিয়ে কেউই তার সঙ্গে গুরুত্বসহ আলোচনা করেনি, আমেরিকানরাও না। তাই তিনি যা চান তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন।’
ট্রাম্প ও পুতিনের মধ্যে কয়েক দফায় ফোনালাপ এবং রাশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সফরের পরও পুতিন মনে করেন, ইউক্রেন শান্তি পরিকল্পনার ভিত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, বলেন ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে পুতিন মূল্য দেন। উইটকফের সঙ্গেও তিনি ভালো আলোচনা করেছেন। কিন্তু তার কাছে সবকিছুর ওপরে আছে রাশিয়ার স্বার্থ।’
এদিকে ইউক্রেনকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানো উচিত নয় ইউক্রেনের।
গতকাল বুধবার চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে আরো হামলা চালাতে উৎসাহ দিয়েছিলেন। জেলেনস্কির সঙ্গে এক ব্যক্তিগত কােপকনে ট্রাম্প জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয়, তবে তারা মস্কোয় হামলা চালাতে পারবে কি না। তবে ট্রাম্প সেই দাবি অস্বীকার করেছেন।
ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন সামনে আসার পর গত মঙ্গলবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন কিছু করতে চায় না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মস্কোকে লক্ষ্যবস্তু করা উচিত কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, তার মস্কোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।’
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, আমরা তা করতে চাই না।’

Discussion about this post