শেয়ার বিজ ডেস্ক : ঢাকাসহ ৬ বিভাগের অধিকাংশ জায়গায় আজও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ সোমবার (৭ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশে গত কয়েক দিন ধরে বেড়েছে বৃষ্টি। এই বৃষ্টিপাত আগামী ৯ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই ধারাবাহিকতায় আজও (সোমবার) ঢাকাসহ ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।
রোববার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার।
আবহাওয়া অফিস বলছে, দেশের উপকূলীয় জেলায় বেশি বৃষ্টি হচ্ছে। উপকূলের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হচ্ছে। সবচেয়ে কম বৃষ্টি হচ্ছে রংপুর ও রাজশাহীতে। রংপুরে আবহাওয়া অফিসের ৫টি স্টেশনে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আজ দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের স্থলভাগে একটি লঘুচাপ রয়েছে। আগামীকাল মঙ্গলবারও রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া বাকি ৬ বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে। ৯ তারিখের পর বৃষ্টিপাত কমতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
আরআর/

Discussion about this post