নিজস্ব প্রতিবেদক: মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘পরিশীলন পরিষদ’ এর কার্যকরী পরিষদ ২০২৬ গঠন করা হয়েছে। ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ঢাকাস্থ ধানমন্ডি পানশি রেস্তোরায় সংগঠনের সাধারণ সভায় মো. আবুল হাসেমকে সভাপতি ও মো. ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক এস এম আলী আজম লাবু। এই সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিশীলন পরিষদ উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সদ্য প্রাক্তন সভাপতি মুরাদ হোসেন,সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক মোরশেদ আলম রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন হাওলাদার প্রমুখ।
পরিশীলন পরিষদের উপদেষ্টা পরিষদ ২০২৬ নিম্নরূপ: প্রধান উপদেষ্টা- অধ্যাপক এস এম আলী আজম লাবু। পরিষদের উপদেষ্টাবৃন্দ হলেন- ১. ডা. সোলায়মান হোসেন, ২. মো. তসলিম উদ্দিন হাওলাদার, ৩. মো. হুমায়ুন কবির বাচ্চু, ৪. এস এম মনিরুল আজম সাবু মাস্টার, ৫. মো. খোরশেদ আলম তালুকদার, ৬. মো. আসাদুজ্জামান মিরাজ, ৭. মো. কামরুল হাসান, ৮. আলম মিয়া স্বপন মাস্টার, ১০. মো. শিপন বেপারী, ১১. মো. আসাদুজ্জামান আসাদ, ১২. মো. তানভীর হাসান তাজবীর, ১৩. মো. মোরশেদ আলম তালুকদার, ১৪. মো. হানিফ মাহমুদ আক্তার,
১৫. মুরাদ হোসেন, ১৬. মোসা. নাজমুন নাহার, ১৭. ফারজানা আক্তার বনা, ১৮. মাওলানা মো. শহিদুল্লাহ আল-নাহিদ, ১৯. মো. বাদল ভূঁইয়া মেম্বর, ২০. মো. মজিবুর রহমান সরদার মেম্বর।
পরিশীলন পরিষদের কার্যকরী পরিষদ ২০২৬ নিম্নরূপ: ১. মো. আবুল হাসেম- সভাপতি, ২. মো. নাবির হোসেন- সহ-সভাপতি, ৩. মো. আরিফ হোসেন তালুকদার- সহ-সভাপতি, ৪. মো. মোর্শেদ আলম রাহুল- সহ-সভাপতি, ৫. মো. ইসমাইল হোসেন- সাধারণ সম্পাদক, ৬. মো. শরিফুল ইসলাম- যুগ্ম- সাধারণ সম্পাদক, ৭. মো. মহিউদ্দিন হাওলাদার- কোষাধ্যক্ষ, ৮. মো. মীর হোসেন তালুকদার- সাংগঠনিক সম্পাদক, ৯. মো. কাইয়ুম সরদার- সহ-সাংগঠনিক সম্পাদক, ১০. মো. জুবায়ের হোসেন- ক্রীড়া সম্পাদক, ১১. মো. সজল হাওলাদার- সহ-ক্রীড়া সম্পাদক, ১২. মো. সাদিক তালুকদার- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ১৩. ইমন হাওলাদার– সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ১৪. মো. সজিব মাহমুদ– প্রকাশনা সম্পাদক, ১৫. মো. হাসান মাহমুদ– সহ-প্রকাশনা সম্পাদক, ১৬. মো. মজনু তালুকদার- প্রচার সম্পাদক, ১৭. মো. ইয়ামিন হাওলাদার- দপ্তর সম্পাদক, ১৮. মো. শরিফুল হাওলাদার- পাঠাগার সম্পাদক, ১৯. মো. জাকির হোসেন– স্বাস্থ্য সম্পাদক, ২০. মো. রায়হান সরদার- তথ্য যোগাযোগ সম্পাদক, ২১. মো. রিমন ফকির- মুক্তিযুদ্ধ সম্পাদক, ২২. মো. শাকিল মাহমুদ- সমাজকল্যাণ সম্পাদক, ২৩. আনোয়ার হোসেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ২৪. মো. জিহাদ মুন্সী- শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ২৫. লোকমান ভূঁইয়া- পরিবেশ সম্পাদক, ২৬. মো. রাহমাতুল্লাহ সরদার- প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, ২৭. মো. সুমন ভূঁইয়া- প্রবীণ, মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক, ২৮. মো. সৈকত ইকবাল- ভ্রমণ সম্পাদক, ২৯. মো. শাকিল হোসেন– শৃঙ্খলা সম্পাদক , ৩০. মো. মোরশেদ হাওলাদার- আপ্যায়ন সম্পাদক, ৩১. মো. রিফাত সরদার- কার্যকরী সদস্য, ৩২. আব্দুর রহমান ভূঁইয়া- কার্যকরী সদস্য, ৩৩. মো. লিমন তালুকদার- কার্যকরী সদস্য, ৩৪. মো. সজল তালুকদার- কার্যকরী সদস্য ও ৩৫. মো. হাফিজুল তালুকদার- কার্যকরী সদস্য।
প্রিন্ট করুন







Discussion about this post